
যানজট খাতযানজট খাতে বাজেট বরাদ্দ এখন সময়ের ব্যাপার। প্রতিটি যানজটেই ‘জ্যামঅপ্রিয়’ মানুষেরা সময় কাটায় হয় বিরক্ত হয়ে ঝগড়া-বিবাদ করে, না–হয় অন্যের ঘাড়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এ বিশাল জনশক্তি ও সময়কে কাজে লাগাতে চলতি অর্থবছরেই থাকা উচিত একটি বিশেষ বরাদ্দ। যেন যানজটে আটকা পড়া মানুষেরা উৎপাদনশীল হয়ে ওঠে। এ ক্ষেত্রে উল দিয়ে সোয়েটার বোনানোর কাজ সবচেয়ে কার্যকর হতে পারে। সারা বছর সোয়েটার বুনে বছর শেষে সাইবেরিয়ায় আমরা সোয়েটারগুলো রপ্তানি করে দিতে পারি। তাতে আমাদের কাছে আসবে প্রচুর বৈদেশিক মুদ্রা। চলতি বাজেটে এক হাজার মেট্রিক টন উল কিনে যানজট খাতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রকাশ: রস+আলো
লিংক: http://www.prothom-alo.com/roshalo/article/542551/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন