শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

লেখালেখি













লিখি
আর
কেটে ফেলি

লিখি
আর কেটে ফেলি সবুজের গাঢ়
লালের আগুন
ধূসর বেগুনী ঘুম।

লিখি আর কেটে কেটে ফেলি
একটা বারান্দা কাম দুই বেডরুম

একশেল্ফ বই নীল ফুলদানি গ্রে পেইন্টিং
লিখি আর কাটি জুস ব্লেন্ডার ডিমের পুডিং

লিখি নদী
আর কেটে দিই দ্রুত
লিখার আগেই নির্মোহ কেটে ফেলি গ্রাম
লিখতে লিখতে হয় না লেখা কোথাও নিজের নাম।

লিখি আর কাটি
লিখি
আর কেটে ফেলি প্রাক্তন পিপাসা

লিখি আর কাটি
বারবার কাটি
এতবার কাটি তবু
থেকে যায় ভালোবাসা।


১৫.০৪.২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন