যেন আমি উটকো কেউ
ঢুকে পড়েছি তোমাদের ঘরে
স্যান্ডেলও খুলি নি
তোমরা সবাই তাকিয়ে আছো আমার দিকে
আমার পায়ের দিকেই কি?
আমার পায়ে এক পৃথিবীর কাদা
আমার পায়ে এক সকালের ধুলা
তোমরা আমার চোখ দেখছো কি?
তাতে বিষণ্ণতার ছবি?
আমার চুলে গুমোট করা ঘাম
আমার ঘাড়ে ফুরিয়ে যাওয়া সুখ
আমার নাকে খেলছে যেটুক ঘ্রাণ
অবশিষ্ট সে এক গ্রামের মধু
তোমরা সেটাও ছিনিয়ে নেবে নাকি?
তোমরা কেমন তাকিয়ে আছো লোভে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন