আগস্টে চুপ থাকি
সোলো থাকি খুব।
দেখি অনেক এ ফোর কাগজ ছিঁড়ে কেউ
ছড়িয়ে দিয়েছে ভুঁইফোড় গনগনে গগনে।
আর আকাশটাও দুলছে জিএফের নীল
স্কার্টের মতো
একটা পৃথিবী যে-কোনো সময়
বেরিয়ে আসবে দু'ভাগে।
আর ওই ব্লাডি কাশফুলেরাও দোলে এইসব সেক্সি হাওয়ায়।
শার্ট খুললেই এই আগস্টে খালি লোনলি লোনলি লাগে ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন