তিরিশ বছর ধরে আমি পথ হাঁটিতেছি ক্রিকেটের পথে
ইডেন গার্ডেন থেকে লর্ডসের অতিকায় মাঠের ভিতরে
অনেক ঘুরেছি আমি; অস্ট্রেলিয়ার শ্লেজের শ্লেষার জগতে
সেখানে ছিলাম আমি; পাকিদের সুইঙের পুরোনো লাহোরে;
আমি ক্লান্ত দর্শক এক, চারিদিকে ক্রিকেটের বিলাস বিফল
আমারে দুদণ্ড শান্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
ইডেন গার্ডেন থেকে লর্ডসের অতিকায় মাঠের ভিতরে
অনেক ঘুরেছি আমি; অস্ট্রেলিয়ার শ্লেজের শ্লেষার জগতে
সেখানে ছিলাম আমি; পাকিদের সুইঙের পুরোনো লাহোরে;
আমি ক্লান্ত দর্শক এক, চারিদিকে ক্রিকেটের বিলাস বিফল
আমারে দুদণ্ড শান্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
রান তার চুরমার বেশুমার ছয়–চার ভরা
বল তার ঘূর্ণনের কারুকার্য; নাতিদূর উইকেটের ’পর
ব্যাট হাতে যে ব্যাটারের চোখ ছানাবড়া
সবুজ ঘাসের পিচ যখন সে চোখে দেখে
হাজার দর্শকের ভিতর,
তেমনি দেখেছি তারে হুংকারে,
বলেছে সে, ‘কোথায় ছিলিরে পাগল?’
লাল-সবুজের ঝান্ডা উড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল।
বল তার ঘূর্ণনের কারুকার্য; নাতিদূর উইকেটের ’পর
ব্যাট হাতে যে ব্যাটারের চোখ ছানাবড়া
সবুজ ঘাসের পিচ যখন সে চোখে দেখে
হাজার দর্শকের ভিতর,
তেমনি দেখেছি তারে হুংকারে,
বলেছে সে, ‘কোথায় ছিলিরে পাগল?’
লাল-সবুজের ঝান্ডা উড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল।
সমস্ত খেলার শেষে শিশুদের হাসির মতন
জয় আসে; উল্লাসে উল্লাসে ভেসে যায় সারা দেশ;
‘কাপ’ দেয়া হয়ে গেলে প্রতিপক্ষ পালাবার করে আয়োজন
সমস্ত বাংলায় শোর ওঠে ‘শাবাশ বাংলাদেশ!’
সব ছেলে হয়ে যায় রহিম-সাকিব-মাশরাফিতে অদল-বদল
থাকে শুধু ক্রিকেটার, মুখোমুখি বসিবার বাংলাদেশ ক্রিকেট দল।
জয় আসে; উল্লাসে উল্লাসে ভেসে যায় সারা দেশ;
‘কাপ’ দেয়া হয়ে গেলে প্রতিপক্ষ পালাবার করে আয়োজন
সমস্ত বাংলায় শোর ওঠে ‘শাবাশ বাংলাদেশ!’
সব ছেলে হয়ে যায় রহিম-সাকিব-মাশরাফিতে অদল-বদল
থাকে শুধু ক্রিকেটার, মুখোমুখি বসিবার বাংলাদেশ ক্রিকেট দল।
(জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে)
[ রস+আলোয় প্রকাশিত]
লিংক:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন