শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

২০১৫




তুমি আর কী
তবু তোমাকে একটু দেখি
ঢুকে গেছো ঘরে
কোনো অনুমতি ছাড়া
একটা শূন্য বাতাসের মতো
যেন রেখে আসা ভালোবাসা আর তুমি তার
বিষণ্ণতার জের

আর তোমারও আগে যারা এসেছিল
পুরনো বান্ধবির মতো
বলেছিল সেবা দিয়ে সারাবে সকল ক্ষত
আমি প্রতিটি ঘায়ের মুখ খুলে দিয়ে
বসে বসে দেখেছি তাদের হাসি
বিদ্রুপের মতো ডেটলের ঘ্রাণ
এখনো আমার বালিশে ঘুমায়

তুমি আর করবেটা কী
ক্ষতে ভরা এই ক্যানসার দেহে
কামড় বসানোর কোনো স্থান নেই বাকী

অথবা চুমুর


..............................
০১.০১.২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন