এই গরমে কোথায় আছো, কেমন আছো? পানি খেও।
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তালপাখাটা
ঘাম জমলে শরীরজুড়ে মাঝে মাঝে চালিয়ে নিও। পানি খেও।
ক্যালেন্ডারের জুন মাসটা পাগল হয়ে ঢালছে রোদ
ডাগর চোখে ডাবের দিকে একটু হলেও তাকিয়ে থেকো, পানি খেও।
মিসরি চিনির আছে যত ঝকমারির শরবতেরা
লেবুপানি রুহআফজা সঙ্গে থাকুক বরফেরা
পানি খেও, পানি খেও।
ঘাম জমলে শরীরজুড়ে মাঝে মাঝে চালিয়ে নিও। পানি খেও।
ক্যালেন্ডারের জুন মাসটা পাগল হয়ে ঢালছে রোদ
ডাগর চোখে ডাবের দিকে একটু হলেও তাকিয়ে থেকো, পানি খেও।
মিসরি চিনির আছে যত ঝকমারির শরবতেরা
লেবুপানি রুহআফজা সঙ্গে থাকুক বরফেরা
পানি খেও, পানি খেও।
আর না হলে ঢুকে যেও শপিং মলে, আপত্তি নেই।
টাকা গেলে স্বামীর যাবে, কার কী তাতে?
তুমি না হয় দেখে দেখে জিনিস কিনো, ঘাম শুকিয়ে
শরীরটাকে হিম বানিয়ে
তবেই শপিং মল ছাড়িও, কী আসে যায়?
টাকা গেলে স্বামীর যাবে, কার কী তাতে?
তুমি না হয় দেখে দেখে জিনিস কিনো, ঘাম শুকিয়ে
শরীরটাকে হিম বানিয়ে
তবেই শপিং মল ছাড়িও, কী আসে যায়?
একটা মাস কতটা আর তপ্ত হবে?
একটা গরম কতটা আর কষ্ট দেবে?
একটা গরম কতটা আর কষ্ট দেবে?
[হেলাল হাফিজের 'প্রস্থান' কবিতা অবলম্বনে]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন