দাদা গো! দেখছি ভেবে অনেকখানি—
এই ক্রিকেট নয় তো ভালো
ব্যাটিং বোলিং হয়তো ভালো
দৌড়ঝাঁপ আর রানও ভালো
ক্রিকেট নিয়ে গানও ভালো
মারলে দল সেটাও ভালো
তখন এটা এবং ওটাও ভালো—
ঝাঁপিয়ে পড়া ক্যাচটা ভালো
ঘূর্ণি বলের প্যাঁচটা ভালো
ফুলটস সব জুসি ভালো
সাকিব তামিম মুশি ভালো
মেডেন দেওয়া ওভার ভালো
মাশরাফি তো সবার ভালো
ছয় অথবা চার কি ভালো!
কিন্তু এমন হার কি ভালো?
—হায়! আফসোস আর পেরেশানি!
(সুকুমার রায়ের ‘ভালো রে ভালো’ ছড়া অবলম্বনে)
প্রকাশ-রস+আলো
লিংক- http://www.prothom-alo.com/roshalo/article/812038/%E0%A6%86%E0%A6%AB%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF
এই ক্রিকেট নয় তো ভালো
ব্যাটিং বোলিং হয়তো ভালো
দৌড়ঝাঁপ আর রানও ভালো
ক্রিকেট নিয়ে গানও ভালো
মারলে দল সেটাও ভালো
তখন এটা এবং ওটাও ভালো—
ঝাঁপিয়ে পড়া ক্যাচটা ভালো
ঘূর্ণি বলের প্যাঁচটা ভালো
ফুলটস সব জুসি ভালো
সাকিব তামিম মুশি ভালো
মেডেন দেওয়া ওভার ভালো
মাশরাফি তো সবার ভালো
ছয় অথবা চার কি ভালো!
কিন্তু এমন হার কি ভালো?
—হায়! আফসোস আর পেরেশানি!
(সুকুমার রায়ের ‘ভালো রে ভালো’ ছড়া অবলম্বনে)
প্রকাশ-রস+আলো
লিংক- http://www.prothom-alo.com/roshalo/article/812038/%E0%A6%86%E0%A6%AB%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন