সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তামিম ইকবালের আসলে খিদা পেয়েছিল। হাঁসের প্যাক প্যাক করে ডাকার ভঙ্গি করে তিনি বুঝিয়েছেন হাঁস তঁার প্রিয় খাবার। তাই আঙুল নাড়িয়ে বোঝাতে চেয়েছিলেন, রাতে তিনি হাঁসের মাংস খেতে চান।
অনেক দিন বাদে সেঞ্চুরি করার পর তাঁর নিজের বিয়ের দিনটির কথা মনে পড়েছিল। আঙুল নাড়িয়ে তামিম আসলে বিয়েবাড়ির মরিচবাতি জ্বলা–নেভার সেই ঝলমলে রাতের কথাই মনে করেছিলেন।
সেঞ্চুরিটা করতে গিয়ে নার্ভাস নাইন্টিতে যে তিনি সত্যি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন, তাঁর বুক যে ধুকপুক করছিল, সেটা বোঝাতেই তিনি ও–রকম করে হাত দেখিয়েছিলেন।
তামিম আসলে কিছুই বলতে চাননি! টানা ব্যাট করতে করতে আঙুলগুলো আড়ষ্ট হয়ে গিয়েছিল। তাই খানিকটা আঙুলের ব্যায়াম করে নিয়েছিলেন।
রস+আলোয় প্রকাশিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন