বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

যে কারণে শ্রীনি বিশ্বকাপ দিয়েছেন

ভারতীয়দের কাছে শচীন টেন্ডুলকার ‘দ্য গড’ আর শ্রীনিবাসন ‘দ্য গডফাদার’! কার্টুন: সন্দ্বীপ আধওয়ারু, ভারতভারতীয়দের কাছে শচীন টেন্ডুলকার ‘দ্য গড’ আর শ্রীনিবাসন ‘দ্য গডফাদার’! কার্টুন: সন্দ্বীপ আধওয়ারু, ভারত



ট্রফি নয় টফি: শ্রীনিবাসন বিশ্বকাপের ট্রফিকে চকলেট–টফি ভেবেছেন। শৈশব থেকেই তিনি বন্ধুবান্ধবদের টফি দিতে পছন্দ করেন। এবারও তাই বিশ্বকাপ ‘টফি’টা বন্ধুদের হাতে তুলে দিতে ছুটে গিয়েছেন।

















কাপ-সাধনা: শ্রীনি আসলে গভীরভাবে মহান কাপ-সাধনায় রত। এ সাধনায় পৃথিবীর তাবৎ কাপ ছুঁয়ে একটা মন্ত্র পড়তে হয়। বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে শ্রীনির এ সাধনায় নির্বাণ লাভ হয়েছে।
টিভিব্রেটি: আইপিএল থেকে বিতাড়িত হওয়ার পর শ্রীনিকে টিভিতে আর দেখা যাচ্ছিল না। বাংলাদেশ থেকে তঁাকে টক শোয়েও ডাকা হচ্ছিল না। নিজেকে টিভিতে দেখানোর ইচ্ছায় তিনি গিয়েছিলেন বিশ্বকাপ দিতে। নিজেকে তিনি টিভিব্রেটি করে তুলতে চান।
রেপ্লিকা ট্রফি: প্রেসিডেন্ট পদটা ফেরত পাওয়ার জন্য বিসিসিআইকে একটা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা উপহার দিতে চান শ্রীনিবাসন। ট্রফিটা ধরে আসলে তিনি মনে মনে মাপজোক করে নিয়েছেন ট্রফিটার। ধোনিরা শিগগিরই একটা বিশ্বকাপ পেতে যাচ্ছে। যেটা তাদের কখনো ফেরত দিতে হবে না।
মওকা মওকা: আইসিসির ওপর মোড়লদের প্রভাব নিয়ে আ হ ম মুস্তফা কামাল প্রতিবাদ করায় শ্রীনি বিষয়টাকে ‘মওকা’ হিসেবে নিয়েছেন। বিশ্বকাপ ট্রফিটা অস্ট্রেলিয়ানদের তুলে দেওয়ার সময় শ্রীনি মনে মনে গেয়ে উঠেছেন—ফির আয়া হে মওকা মওকা... মওকা মওকা... (আবার এসেছে সুযোগ সুযোগ... সুযোগ সুযোগ...) শ্রীনি আসলে মওকাবাজ অর্থাৎ সুযোগসন্ধানী।

রস+আলোয় প্রকাশিত
লিংক:
http://www.prothom-alo.com/roshalo/article/495820/%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন