বুধবার, ১৬ মার্চ, ২০১৬

প্রপোজ করার অব্যর্থ উপায়


সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ পায় না...কিন্তু কেন পায় না? পায় না কারণ তারা জানে না কী করে প্রপোজ করতে হয়। এমনভাবে প্রপোজ করুন যেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ‘না’ বলতে না পারে।
অাঁকা: জুনায়েদউপায় ১মোবাইল ফোন গেমযাকে ‘আই লাভ ইউ’ বলতে চান, তার মুখদর্শন হচ্ছে না আপনার? মানে তিনি আপনার সঙ্গেই থাকে কিন্তু সব সময় তাকিয়ে থাকেন মোবাইল ফোনের স্ক্রিনে? ক্যান্ডিক্র্যাশ সাগা আর ক্ল্যাশ অব ক্ল্যানসকে তিনি তামা তামা বানিয়ে ফেলেছেন! মোবাইল ফোনের স্ক্রিনের ওপর এত দ্রুত আঙুল চলে যে সেখানে যেকোনো সময় আগুন জ্বলে উঠতে পারে? তাহলে আজই তাকে নিয়ে উঠুন ছয়তলার কোনো ছাদে। তারপর এক ঝটকায় তার ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলার ভঙ্গিতে বলুন, ‘জানপাখি, যদি আমাকে ভালো না বাসো, তাহলে এই মোবাইল ফোন তার প্রাণপাখি হারাবে!’
তারপর দেখুন কী হয়!

রিস্ক ফ্যাক্টরএ অবস্থায় প্রিয় মানুষটি খুব বেশি গেম ফ্রিক হলে মোবাইল ফোনের জন্য আপনাকেও ধাক্কা মারতে পারে ছাদ থেকে। সে ক্ষেত্রে গোপনে হলেও সঙ্গে প্যারাশ্যুট রাখুন।
উপায় ২ফেসবুক-লাইক
প্রিয়জনটি কি খুব বেশি ফেসবুকে থাকে? কে কটি লাইক দিল তা গুনে গুনে রাখে? ঘণ্টায় ঘণ্টায় সেলফি আপ করে? আপনি তাকে জানান, আপনার রয়েছে সাড়ে তিন শ ফেক আইডি। যদি সে আপনাকে ভালোবাসে তাহলে প্রতিদিন প্রতিটি পোস্টে সে সাড়ে তিন শটি করে এক্সট্রা লাইক পাবে। লাইকের প্রস্তাব দিয়ে দুহাত বাড়িয়ে বলুন, ‘ডু ইউ লাভ মি?’
তারপর দেখুন কী হয়!
রিস্ক ফ্যাক্টর
সাড়ে তিন শ ফেক আইডি রাখার দায়ে অচিরেই আপনি আপনার মূল্যবান আসল আইডিটি হারাতে পারেন। সে ক্ষেত্রে মার্ক জাকারবার্গকে পরিস্থিতি জানিয়ে আগে থেকে চিঠি লিখে রাখুন।
উপায় ৩
গান-অত্যাচার
ছেলেবেলায় এমনকি আপনার মা-বাবাও আপনার কাছে কখনো গান শুনতে চাননি? বাথরুমে আপনি গুনগুন করলে ছাদে বসা টিকটিকির লেজ পর্যন্ত খসে যায়? রাতে আপনি গান গাইলে মশার কয়েলের পর্যন্ত দরকার হয় না? তাহলে আপনার জন্যই এই উপায়! আপনার প্রিয় মানুষটিকে আটকে ফেলুন কোনো ঘরে। তারপর আপনি আপনার মতো গান শুরু করুন। কানে হাত দিয়ে, বালিশ চাপা দিয়ে, এমনকি কম্বল চাপা দিয়েও আর সহ্য করতে না পারলে আপনি বলুন, ‘এই গান ততক্ষণ চলবে, যতক্ষণ না আমাকে “আই লাভ ইউ” বলবে!’
তারপর দেখুন কী হয়!
রিস্ক ফ্যাক্টর
প্রিয় মানুষটি যদি গালাগালে এক্সপার্ট হন তাহলে আপনার বিপদ। গান দিয়ে তখন কোনোভাবেই গালাগাল সামলাতে পারবেন না। সে ক্ষেত্রে দুই কেজি ফ্রেশ তুলা কানের জন্য সংরক্ষণ করুন।
উপায় ৪
প্রশ্নপত্র
আপনার প্রিয় মানুষটি কি পড়াশোনায় একেবারেই ভালো নয়? পাঁচটি সাবজেক্টে পরীক্ষা দিলে সাতটি সাবজেক্টে ফেল করে? সমাধান আপনার হাতে। নেট ঘেঁটে, শিক্ষা দপ্তরে হেঁটে, খুব করে খেটে জোগাড় করে ফেলুন ফাঁস হওয়া প্রশ্নপত্র। তাকে বলুন, ‘প্রিয়ে, আমি তোমারে ভালোবাসি বলেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে নিয়ে এসেছি এই প্রশ্নপত্র! তুমিও যদি আমাকে ভালোবাসো তাহলে এই সমস্ত প্রশ্নপত্র তোমার...কথা দিচ্ছি সারা জীবন এভাবেই ফাঁস হওয়া প্রশ্নপত্র সাপ্লাই দিয়ে যাব! পরীক্ষায় পাস করা তোমার আর কেউ আটকাতে পারবে না!’
তারপর দেখুন কী হয়!
রিস্ক ফ্যাক্টর
প্রিয়জন খুব সৎ হলে আপনাকে পুলিশে দিতে পারে। সে ক্ষেত্রে এটিএম কার্ড সঙ্গে রাখুন।
উপায় ৫
নৌকা
আপনার প্রিয়জন কি সাঁতার জানেন? ভালো করে খোঁজ নিন। না জানলে আজই প্রস্তাব দিন নৌকা ভ্রমণের। একটি ডিঙি, একটি বইঠা এবং প্রিয়জন ও আপনি। নদীর মাঝখানে গিয়ে তাকে বলুন, ‘আমি তোমাকে ভালোবাসি! তুমি কি আমাকে ভালোবাসো? যদি না বাসো, পরোয়া করি না। বইঠা ফেলে আমি এই নৌকা এখনই ডুবিয়ে দেব!’
তারপর দেখুন কী হয়!
রিস্ক ফ্যাক্টর
হতে পারে আপনার প্রিয়জনও পরোয়া করেন না। ফলে তিনি নিজেই রাগ করে পানিতে লাফ দিলেন। তাই গোপনে হলেও লাইফ জ্যাকেট সঙ্গে রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন