নিয়ত বদলে যাচ্ছে
আমি ও আমরা
কখনো কাঁধের ওপর থাকে একটা বিহঙ্গ সাধ
কখনো আগুনের ডালা খুলে বসে বাজারের সাপ
আমি ও আমরা
কখনো কাঁধের ওপর থাকে একটা বিহঙ্গ সাধ
কখনো আগুনের ডালা খুলে বসে বাজারের সাপ
সাধ কুণ্ডলি পাকিয়ে ফনা তোলে
বীনতালে নাচে শানায় বিষদাঁত
সাপ ঢুকে পড়ে নরোম বালিশে
হিস হিস করে হৃদয়ের উত্তাপ
সাধ সাপ সাপ সাধ বদলে বদলে যা য়
পলকে পলকে
ঝাপি খুলে মুঠে ধরি ভুল কোনো প্রেম।
বীনতালে নাচে শানায় বিষদাঁত
সাপ ঢুকে পড়ে নরোম বালিশে
হিস হিস করে হৃদয়ের উত্তাপ
সাধ সাপ সাপ সাধ বদলে বদলে যা য়
পলকে পলকে
ঝাপি খুলে মুঠে ধরি ভুল কোনো প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন