শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

প্রেম

লকলকে এক আগুন যেন
ধকধকে তার চোখ
আঙুল ধরে হ্যাঁচকা টানে
রক্তচোষা জোঁক

বাড়ছে আমার আমিষ খেয়ে
পরজীবীর মতো
বুকের ভেতর জমাট বাঁধা
রক্তাক্ত এক ক্ষত

বাড়ছে সে যাচ্ছে বেড়েই
বাড়ছে একা একা
বাড়ছে এক গল্প জীবন
যাচ্ছে না তো লেখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন