পড়ে থাকে ময়ূরপুচ্ছ
ঝলমলে রোদ স্মৃতির উত্তাপে
এখনো আলগা
ঝলমলে রোদ স্মৃতির উত্তাপে
এখনো আলগা
একটা উঠান, জ্বলে
একটা নদী বহে
কাশফুলে নেই কোনো চিহ্ন
চাহনিতে তবুও স্রোতের দিন
মাছরাঙা উড়ে যায় কামনার বনে
পড়ে থাকে ময়ূরপুচ্ছ
তাদের মাড়িয়ে চলে যায়
ধূলোমাখা পা।
একটা নদী বহে
কাশফুলে নেই কোনো চিহ্ন
চাহনিতে তবুও স্রোতের দিন
মাছরাঙা উড়ে যায় কামনার বনে
পড়ে থাকে ময়ূরপুচ্ছ
তাদের মাড়িয়ে চলে যায়
ধূলোমাখা পা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন