সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

ওগো সহোদরা

তোমাকে রাতের মতো লাগে
একা
তোমাকে চিরে চলে যাই একটা পৌরাণিক তীর

আমার আগে প্রামাণ্য হরিণ
ধাবমান
কস্তুরি ঘ্রাণ বাতাসে
বাতাসে রেশম খসখসে কাম


তোমার ভেতর প্রবেশ করি
সাপ হয়ে ছুটি রন্ধ্রেউপরন্ধ্রে
ঘাই মারি গর্জাই
মিনিটে মিনিটে
রাত্রি হয়ে যায় খান খান

এক প্রসারিত রাতের ভেতর
তোমাকে আদি করে বাসি
ভালো
ওগো সহোদরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন