সবার হয়ে গেলে আমিও দাঁড়াই।
ছড়ানো রয়েছে বীজ উত্তম ফসলের আশায়।
ছড়ানো রয়েছে বীজ উত্তম ফসলের আশায়।
বুটজুতা পরে চলে গেছে দেশ।
মাটি লেগে আছে লাল লাঙলের ফলায়।
মাটি লেগে আছে লাল লাঙলের ফলায়।
টুংটাং ব্ল্যাকহোয়াইট কাঠিবরফের সাথে চলে যায়
দূর আকাশের কাছে এক আঙুলের পথ।
দূর আকাশের কাছে এক আঙুলের পথ।
ধা করে ফ্ল্যাশব্যাক সেঁটে আসে দেহে
সম্মুখে ছড়ানো দেবতার দেহ অতিকায়
সম্মুখে ছড়ানো দেবতার দেহ অতিকায়
ছর ছর ছর পতনের শব্দ বাজে নগরে সানাই
সবার হয়ে গেলে শেষে আমিও দাঁড়াই ॥
সবার হয়ে গেলে শেষে আমিও দাঁড়াই ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন