শুক্রবার, ১৫ মে, ২০১৫

পতনপ্রবণ


ছিলাম মুখে মুখে
আদরে সরসে
দৈন্য হলে দিন
মেঘের বিসুখে
নদীও শুকায়
পাথুরে শ্যাওলা মরে যায়
আর ঝরে যাই আমি

আমিও যাচ্ছি ঝরে
পতনপ্রবণ
বিশ্বাসী শাখা থেকে
বাতাসে বেদনা রেখে
মৃদু নেচে মৃত্যুর দিকে কেঁপে উঠছি ব্যথা
কেঁপে উঠছি সভয়ে
এক ব্যর্থ বিষণ্ণ পাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন