শুক্রবার, ১৫ মে, ২০১৫

মারমেড



যেদিন তোমায় দেখলাম তুমি ভিজে গেছো আর তোমার চুলে কুয়াশার মতো ঘ্রাণ, তোমার চোখে গলা কাজলের ছোপ, শীতার্ত আহ্বান অধরের ভাঁজে- কম্পমান, গ্রীবায় পারদের বৈভব, তোমার শরীরে পিছলে পরা নীলাভ জ্যোত্‍স্না, আর পা দুইটা মোড়ানো এক কিংখাব, জানলাম তুমি জলপরী এক; সেদিন থেকে আবার মেঘের আশে থাকি, আবার একটা বৃষ্টি যেন হয়, তোমাকে আবার যেন ভেজাতে পারি রিমঝিম, তুমি যেন আবার জলপরী হয়ে ওঠো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন