ধরো
বাতাস তো আছে
বিশেষত মনে
আর কিছু কিছু গাছে
বাতাস তো আছে
বিশেষত মনে
আর কিছু কিছু গাছে
ফুল আছে ফল
আছে কিছু কিছু
আম জাম লিচু
আছে কিছু কিছু
আম জাম লিচু
পাখি ডাকে শাখে
কাকই বিশেষত
আর মেঘ আছে কত
মধু না থাক মৌচাকে
ধরো
মোম আছে
কাকই বিশেষত
আর মেঘ আছে কত
মধু না থাক মৌচাকে
ধরো
মোম আছে
পেঁপের ডাঁটায় ভরে
বেশ এক বিজ্ঞানে
জ্ঞানালোক জ্বালি
ধরো ঘরে ঘরে ।
বেশ এক বিজ্ঞানে
জ্ঞানালোক জ্বালি
ধরো ঘরে ঘরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন