শুক্রবার, ১৫ মে, ২০১৫

পা নেই বলে


শার্ট হাঁটে না, শার্টের পা নেই। ফলে কখনো হলো না তার মুখোমুখি বসিবার ঘনঘটা। হাজার হাজার বছর হাঁটিবার পর, শুধু পা নেই বলেই, পাখির নীড়ের মতো ঠিকানা তার হলো না পাওয়া। দুদণ্ড শান্তি পেয়ে যাওয়া হলো না ট্রাম লাইনের দিকে।

পা নেই বলেই রোমশ বিশাল বপু টানটান বোতামে তাকে শরীরে আঁটকে নিলো, ছুটে পালাতে পারলো না পা নেই বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন