মঙ্গলবার, ১২ মে, ২০১৫

টক শো কোচিং সেন্টার


কথা একটি শিল্প। আর কোনো শিল্পই শিক্ষা ছাড়া হয় না। ইদানীং দেখা যাচ্ছে, শিক্ষার অভাবে টক শোতে ঘটে চলেছে নানা রকম ঘটনা, দুর্ঘটনা, অপঘটনা! কেউ কারও দিকে আঙুল তুলে কথা বলছে তো কেউ কারও দাঁত ফেলে দিতে চাইছে! কেউ কেউ তো মেরেই বসছেন অন্যকে। এমন ঘটনা এড়াতেই
আমরা এসে হাজির হয়েছি।
দি ওয়ান অ্যান্ড অনলি
সুপার কোচিং সেন্টার—

টক শো কোচিং সেন্টার!
এখানে যা শিখবেন (সাধারণ)
l  কী করে ক্যামেরায় তাকিয়ে কথা বলতে হয়
l  কী করে শার্টের কলারে মাইক্রোফোন থাকার পরও নিশ্বাসের শব্দ আড়াল করতে হয়
l  কেমন করে কথা বললে সামনের ব্যক্তির মুখে থুতু না লাগে
l  সঞ্চালকের কোন ইশারায় কথা বলা বন্ধ করতে হবে, তার নিয়ম
l  বিজ্ঞাপন বিরতির ফাঁকে করণীয়​
l  টক শো চলার সময় ফেসবুক, টুইটার ও ভাইবার ব্যবহার করার বিভিন্ন বাহানা
l  কখন পানি খাবেন, কখন ঢোঁক গিলবেন, সেসবের নিয়ম
l  লাইভ অনুষ্ঠানে প্রকৃতির ডাক অগ্রাহ্য করার কৌশল
l  কিছুই না জানা বিষয়ে কথা চালিয়ে যাওয়ার সূত্র
l  কেউ কথা বলার সুযোগ না দিলে কী করে সবার মনোযোগ নিজের দিকে ফেরাতে হয়

এখানে যা শিখবেন (এক্সক্লুসিভ)
l  কেউ গালিগালাজ করলে নিজেকে শান্ত রাখার উপায়
l  কেউ বারবার আঙুল তুলে দেখালে করণীয়
l  কেউ ব্যক্তিগত আক্রমণ করলে তা প্রতিহত করার কৌশল
l  কেউ ঘুষি চালালে যা করণীয়

সপ্তাহে তিন দিন ক্লাস। মাত্র তিন দিনের ক্লাসে আপনি জেনে যাবেন টক শোর এ টু জেড। আপনি দ্রুত হয়ে উঠবেন টক শোবিশারদ। রাত-বিরাতে আপনার ডাক পড়বে বিভিন্ন টক শোতে। ঘণ্টায় ঘণ্টায় আপনাকে দেখা যাবে একাধিক চ্যানেলের পর্দায়। আপনি হয়ে উঠবেন একজন টক শো সেলিব্রিটি। বলা যায় না একদিন হয়তো আপনার ডাক পড়বে বিবিসি কিংবা সিএনএনের মতো চ্যানেলেও। তাই এক্ষুনি ভর্তি হয়ে যান টক শো কোচিং সেন্টারে!

ভর্তি ফি
সাধারণ দুই হাজার টাকা ও এক্সক্লুসিভ চার হাজার টাকা*
*এক্সক্লুসিভ ক্লাসে চীন থেকে আগত ব্ল্যাক বেল্ট কারাতে মাস্টার দিয়ে কারাতে ও জুজুৎসু শেখানো হয়। আমাদের কোথাও কোনো শাখা নেই।

রস+আলোয় প্রকাশিত
লিংক:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন