শুক্রবার, ১৫ মে, ২০১৫

এসএসসি'র কবর


[একচুয়েলি সব পরীক্ষারই কবর রচিত হয়েছে। এসএসসি উসিলামাত্র। জসীমউদ্দিনের কবর কবিতাটা আবার মনে পড়ল। ফলে একটা প্যারোডিও হলো--]

এইখানে তোর এসএসসি'র কবর গুলবাগিচার তলে
একেকটা মাস ভিজায়ে রেখেছি কেরোসিন পেট্রলে।
ভেবেছিনু তারে এই বৎসরে লইয়া করিব শেষ
হরতালে হায় দেরী হয়ে যায় জ্বলে পুড়ে যায় দেশ।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিছি ভেবে হইতেছি সারা,
সারা দেশ ভরি পেট্রল বোমা ছড়াইয়া দিল কারা।
কারা ছড়াইল এই আতঙ্ক কারা করে সন্ত্রাস
পথে-ঘাটে লোক মরে পড়ে থাকে কারা ফেলে এই লাশ?
এমন করিয়া কেহ লোক মারে কেন ঝগড়ায় পিষে?
হরতাল আর অবরোধ মাঝে হারা হয়ে গেনু দিশে।
কী করিয়া তোর পড়ালেখা হবে কী করিয়া হবে পাশ
চারিদিকে যেন ওরাং ওটাং চারিপাশে যেন বাঁশ!
টিভিটা হইতে খবর আসিছে হরতাল হবে ফের
সব আয়োজন সারা করা গেছে এসএসসি কবরের।
জোড়হাতে দাদু মোনাজাত কর, আয় খোদা, রহমান
ঠিক সময়েই এসএসসি'টা যেন থাকে চলমান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন