শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

বাজেটে যে দুটি খাতে বরাদ্দ থাকা উচিত

.প্রেম খাতপ্রেম অত্যন্ত পুরোনো ও গুরুত্বপূর্ণ ব্যাপার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো অর্থবছরের বাজেটে এর উল্লেখ দেখা যায়নি। লাইলি-মজনু, রোমিও-জুলিয়েটের করুণ প্রেমের ঘটনা কে না জানে! তাদের প্রেমের করুণ পরিণতির একমাত্র কারণ প্রেম খাতে কোনো বাজেট না থাকা। আমাদের এবারের বাজেটে প্রেমের জন্য একটা বিশেষ বাজেট বরাদ্দ থাকতে পারে। একজন প্রেমিক বা প্রেমিকা যখন কোনো রেস্তোরাঁয় কফি খেতে যাবে, কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাবে কিংবা কোনো নদীর তীরে ঘুরতে যাবে, তখন অবশ্যই তাদের শুল্কমুক্ত প্রেম বরাদ্দের আওতায় নিয়ে আসতে হবে। তাদের যাতায়াতের অর্থ, খাওয়ার অর্থ, ঘোরা ও সিনেমার অর্থ—সব এই বাজেট নিশ্চিত করবে। এমনকি যখন তারা প্রেমপর্ব শেষে বিয়ে পর্বে যাবে, তখনো তাদের জন্য বরাদ্দ করা বাজেটের আওতায় সব সম্পন্ন হবে। প্রেম স্বর্গীয় ব্যাপার, সেটার সঙ্গে যুক্ত হলে বাজেটেরও স্বর্গপ্রাপ্তি ঘটবে!

যানজট খাতযানজট খাতে বাজেট বরাদ্দ এখন সময়ের ব্যাপার। প্রতিটি যানজটেই ‘জ্যামঅপ্রিয়’ মানুষেরা সময় কাটায় হয় বিরক্ত হয়ে ঝগড়া-বিবাদ করে, না–হয় অন্যের ঘাড়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এ বিশাল জনশক্তি ও সময়কে কাজে লাগাতে চলতি অর্থবছরেই থাকা উচিত একটি বিশেষ বরাদ্দ। যেন যানজটে আটকা পড়া মানুষেরা উৎপাদনশীল হয়ে ওঠে। এ ক্ষেত্রে উল দিয়ে সোয়েটার বোনানোর কাজ সবচেয়ে কার্যকর হতে পারে। সারা বছর সোয়েটার বুনে বছর শেষে সাইবেরিয়ায় আমরা সোয়েটারগুলো রপ্তানি করে দিতে পারি। তাতে আমাদের কাছে আসবে প্রচুর বৈদেশিক মুদ্রা। চলতি বাজেটে এক হাজার মেট্রিক টন উল কিনে যানজট খাতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

প্রকাশ: রস+আলো
লিংক: http://www.prothom-alo.com/roshalo/article/542551/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন