শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

জুতা পরলেই মনে হয়

জুতা পরলেই মনে হয় আমার পায়ের দশ হাজার শ্বাসনালী রুদ্ধ হয়ে এলো
আমার পাদুটো এক্ষুনি মারা যাবে।
দাশ ও দাসেদের এই উত্তরসূরীর একমাত্র ভরসা এই পা
আমি তাদের মৃত্যু দেখতে চাই না।

জুতা পরলেই মনে হয় জ্যান্ত মানুষের মাথায় পলিথিন বেঁধে যেমন নদীতে বা খালে বা ডোবায় ফেলা হয় খুনের উদ্দেশে,
আমার পাদুটোকেও তেমনি কেউ যেন খুন করতে চাচ্ছে।
আমি আমার পাদুটোকে ক্রশফায়ারে দিতে চাই না।
লিমনের এক পা গেছে- আমি চাই
আমার পাদুটো বহাল থাকুক।
পায়ে লেগে থাকুক ধুলোমাটিকাদা
সুন্দরীরা আমার পা দেখে বলুক, ছিঃ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন