শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

মেঘ ডাকে

মেঘ ডাকে মেঘ ডাকে 
খুকু তাই শুনছে 
কয়বার কাকে ডাকে 
বসে বসে গুনছে ! 

এক দুই তিন চার 
মেঘ ডাকে হুররে- 
মেঘ ডাকে গুরু গুরু 
গুর গুর গুররে ! 

মেঘ ডাকে তারো আগে 
বিদ্যুত্ চমকায় 
খুকু খুব সাহসী তো 
ভয় ডর কম খায় । 

মেঘ ডাকে কাকে ডাকে 
আমাকে না তোমাকে- 
ও বাড়ির রুমু ঝুমু 
তানিয়া না সোমাকে ? 

মেঘ ডাকে খুকু তাই 
ফিট ফাট তৈরি 
চুলে বাঁধা লাল ফিতা 
গায়ে জামা খয়রি- ॥ 


('জল পড়ে পাতা নড়ে'র নভেম্বর ২০১৩ সংখ্যায় প্রকাশিত)
২৪.০৮.২০১২ 
বানেশ্বর, রাজশাহী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন