শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

আত্মরতি

বৃষ্টি যখন পড়তেছিল আমি তখন ঘামতে ছিলাম
দেহের ভিতর হাজার সিঁড়ি- সিঁড়ি বেয়ে নামতে ছিলাম।
নামতে নামতে হাঁপাই গেলে ঢুকছি গিয়ে ভিতর-বাড়ি
অন্ধকারে ছাওয়া সবই এবং সে-সব ইতর ভারি-
যায় না দেখা মুখটা তাদের শরীর ভীষণ নুতপুতে
শরীর পেলেই চাগিয়ে ওঠে এক ঝটকে চায় শুতে!

ফলাফলে আবার সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে
আপন পাপের আকর্ষণ বুঝতে থাকি পিছের দিকে-
নামতে আছি ঘামতে আছি পাপের ধাওয়ায় জুটছে ভুল
নামতে আছি ঘামতে আছি কামের হাওয়ায় ফুটছে ফুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন