(খাটো গল্প অণুগল্প বলে বাজারে চালু যে-গল্প আছে তারচেয়েও ছোট। নাম পরমাণু গল্পই হওয়া উচিত। কিন্তু মনে হলো খাটো গল্পই হোক। মাত্র কয়েকটা লাইনে একটা গল্প বলার চেষ্টা। চেষ্টাটা এই নোটে ধারাবাহিকভাবে করা হবে।)
গল্প-০১
::সময়::
এক.
পাঁচ বছরী পারুল বাসে চিরকুট ফেরি ক'রে ভিক্ষা করে ।
পঁচিশ বছরী পারভেজ চিরকুট জানালা দিয়ে উড়িয়ে দেয় । একটি টাকাও সে দেবে না ।
দুই.
দশ বছর পর পারভেজ টাকা নিয়ে অপেক্ষা পারুলের দরজার বাইরে । রোজ রাতে ।
তারা কেউ কাউকে চেনে না।
পাঁচ বছরী পারুল বাসে চিরকুট ফেরি ক'রে ভিক্ষা করে ।
পঁচিশ বছরী পারভেজ চিরকুট জানালা দিয়ে উড়িয়ে দেয় । একটি টাকাও সে দেবে না ।
দুই.
দশ বছর পর পারভেজ টাকা নিয়ে অপেক্ষা পারুলের দরজার বাইরে । রোজ রাতে ।
তারা কেউ কাউকে চেনে না।
গল্প-০২
::ছোটকুর ঈদ::
কাল ঈদ। ছোটকু খুব খুশি। গোসতো আর পোলাও রান্না হবে পাশের বাড়িতে।
গল্প-০৩
::এক চানরাতে::
ঢাকায় বেনামী লাশ।ভিক্ষার খুচরা টাকা পয়সা রাস্তায় ছড়ানো। ফুলতলি গ্রামের এক ঘরে অপেক্ষার চানরাত।
খাটো গল্প-০৪
শব্দ । মাথার ওপর উড়ে যাচ্ছে পাশ্চাত্যের বিমান ।
নীলাদের বাড়ি আর যাওয়া হবে না ।
শব্দ । মাথার ওপর উড়ে যাচ্ছে পাশ্চাত্যের বিমান ।
নীলাদের বাড়ি আর যাওয়া হবে না ।
খাটো গল্প-০৫
সংসার.
একটা অর্ধনীল মাছি উড়তেছিল ঘুরতেছিল । ময়রার বেঞ্চে একফোটা মিষ্টির রস । মাছিটা মিষ্টি রসে আটকে গেল ।
সংসার.
একটা অর্ধনীল মাছি উড়তেছিল ঘুরতেছিল । ময়রার বেঞ্চে একফোটা মিষ্টির রস । মাছিটা মিষ্টি রসে আটকে গেল ।
খাটো গল্প-০৬
একটি ভূতের গল্প
সতের দিন আগে একটি পাঁচ টনী ট্রাক আমার ওপর দিয়ে চলে যায় ।
একটি ভূতের গল্প
সতের দিন আগে একটি পাঁচ টনী ট্রাক আমার ওপর দিয়ে চলে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন