ছোঁয়া আর স্পর্শের মধ্যে পার্থক্য আছে
ছোঁয়ায় ছুঁয়ে থাকা যায় অনেকক্ষণ
এমন কি শতাব্দীও পার হয়ে যেতে পারে
শৈবাল যেভাবে পাথর ছুঁয়ে থাকে তেমন
আদিমও হতে পারে মানুষের ছোঁয়া
স্পর্শ ক্ষণিকের
বৃষ্টির মত স্বল্পায়ু
সঙ্গমের মত মাত্র অথচ
অভিজ্ঞতার মতই গভীর
হৃদয় স্পর্শ দিয়েই ছুঁতে হয়॥
১৩.০৬.২০১২
ছোঁয়ায় ছুঁয়ে থাকা যায় অনেকক্ষণ
এমন কি শতাব্দীও পার হয়ে যেতে পারে
শৈবাল যেভাবে পাথর ছুঁয়ে থাকে তেমন
আদিমও হতে পারে মানুষের ছোঁয়া
স্পর্শ ক্ষণিকের
বৃষ্টির মত স্বল্পায়ু
সঙ্গমের মত মাত্র অথচ
অভিজ্ঞতার মতই গভীর
হৃদয় স্পর্শ দিয়েই ছুঁতে হয়॥
১৩.০৬.২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন