শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

মদ্যপ-দ

এক. 
বরফে রক্ত? পান কর ভাই- মদই কেবল মিত্র 
পাপের কথা ভাবছো এত, তুমি কত পবিত্র? 

দুই. 
হেথায় এসো, প্রাণটা জুড়াও হেথায় সাকি নেই তো কি- 
আমি আছি তুমি আছো আর রয়েছে আঙুর-সখি! 

তিন. 
ডিঙির দোলা যায় কি পাওয়া সামুদ্রিক ও পানসিতে? 
'মদ খেও না' কথার কথা, সে কথায় নেই কান দিতে। 

চার. 
সাহস করে একটু ঢালো- জ্বলে জ্বলুক কন্ঠনালী 
হৃদয় জ্বলুক- এই তো চাই- করো পুরো বোতল খালি! 

পাঁচ. 
দুখের রঙ নীল কে বলে- দুখের রঙ লাল রে ভাই 
নিত্য তাকে গ্লাসে ঢালি, নিত্য তাকে স্বর্গে পাঠাই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন