মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

সাক্ষাৎকার

আমি চাই কেউ একজন আমার সাক্ষাৎকার নিক ।
আমার সামনে মাথাটা ঝাঁকিয়ে, গ্রীবাটা বাঁকিয়ে জিগ্যেস করুক নাম!
জানতে চাক আমার বুকের মধ্যে সুতাসাপ হয়ে যে নদী ঘুরপাক খায় বারবার
পুনর্ভবা নামের সাথের যে-সখ্যতা তার
বুৎপত্তি কোথায়?

আমি চাই আমার ধূসরে ডুব দিয়ে কেউ একজন বলুক নির্জন ।
বলুক এই বেঁচে থাকা বিসুখের ঝিনুকের ।
আমি চাই কেউ একজন ফিসফিস করে জাগিয়ে তুলুক অগ্নিলাভা। বলুক,
তুমি তো বাস্তব নও ।
আমি চাই আমার না-থাকা আবিষ্কৃত হোক ।
আমার না-দেখা দৃশ্যতে বদলে যাক ।
আমার ইনসমনিয়াকে কেউ বলুক ঘুম ।

আলজাজিরা বিবিসি না,
আমি চাই আমার সাক্ষাৎকার নিক আমার খুব প্রিয় পরিচিত কেউ ।


২৮।১২।২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন