শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

ভালোবাসার খেত এখনো সবুজ


এখন আকাশ থেকে ছড়িয়ে যাচ্ছে আশা
সাদা কবুতরের মতো
একদিন তারা মাটিতেই ফিরে আসবে।

মাটিতে ভালোবাসার খেত এখনো সবুজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন