শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। দিতে পারলাম আর কি! কঠিন ছিল। কঠিন হবে না? এত দিনের অভ্যাস। ঘুম থেকে উঠে, ঘুমাতে যাবার আগে। জেগে থাকা অবস্থায় একটু সুযোগ পেলেই। অফিস থেকে নানা অজুহাতে বেরোনো। এ নিয়ে কম হাঙ্গামা! তাছাড়া অর্থহানি, স্বাস্থ্যহানিও বটে। অতএব ছেড়ে দিলাম। দেয়াই তো উচিত। কেউ নিষেধ করেনি; বন্ধু বান্ধবরা তো বাহবাই দিল- যদিও মনে হল কেউ কেউ ভাল ভাবে নেয়নি। তাতে কি বা এল গেল! আমি পেরেছি এটাই বড় কথা। নিজের পিঠ নিজেই চাপড়ে দিতে ইচ্ছা করে। নিজেকে এখন মুক্ত স্বাধীন মনে হচ্ছে। পেরেছি। কঠিন ছিল। কিন্তু পেরেছি। মুন্নিকে বলে দিয়েছি ওর সাথে আর মোবাইলে কথা বলব না। প্রেম ট্রেম সব শেষ। মেয়েটার সবই ভাল ছিল, কিন্তু যখন তখন খালি খালি সিগারেট ছেড়ে দেবার কথা বলত। ওকেই ছেড়ে দিলাম। কঠিন ছিল, কিন্তু পারলাম। পারব না কেন?
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান হৃদ রোগের কারণ।
( প্রকাশ: রস+আলো)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন