জলকে বলি, থামো।
কী অযথা সারা জীবন নিচের দিকেই নামো?
আগুন দেখো, কেমন তার উর্ধ্বে নাচানাচি-
কলকলিয়ে ছলছলিয়ে জল
বলল, জীবন এমনি অবিকল
থাকতে যে চায় মাটির কাছাকাছি-
জীবন মানে মাটি ছুঁয়ে থাকতে পারা
চোখের মধ্যে কয়টি ফোঁটা রাখতে পারা ।।
৭ আগষ্ট ২০১২
কী অযথা সারা জীবন নিচের দিকেই নামো?
আগুন দেখো, কেমন তার উর্ধ্বে নাচানাচি-
কলকলিয়ে ছলছলিয়ে জল
বলল, জীবন এমনি অবিকল
থাকতে যে চায় মাটির কাছাকাছি-
জীবন মানে মাটি ছুঁয়ে থাকতে পারা
চোখের মধ্যে কয়টি ফোঁটা রাখতে পারা ।।
৭ আগষ্ট ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন